।।মো. আলমগীর হোসেন ,লংগদু।।
পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই শান্তি সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তারা কেউ শান্তিতে থাকতে পারবেনা এবং অতীতেও পারেনি। অস্ত্র দিয়ে চাঁদাবাজি সন্ত্রাসীদের এসকল কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
রবিবার(২৫ জুন) রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে স্থানীয়দের মাঝে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করার সময় এসব কথা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।
এসময় লংগদু জোনের সৌজন্যে,তাদের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পাহাড়ি বাঙ্গালী ১৮জন অসহায় গরীবদের মাঝে ঈদ- উল- আযহা উপলক্ষে ১২জনকে নগদ ৪৯ হাজার চারশো টাকা এবং প্রয়োজন অনুযায়ী আরো ৬জনকে ল্যাপটপ,নলকূপ, টিন, সেলাই মেশিন,সিলিং ফ্যান প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া,পিএসসি, অত্র জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজজাকের, আর এমও ক্যাপ্টেন যুবায়ের সহ এলাকার চেয়ারম্যান, হেডম্যান কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস