রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানবতার সেবায় এগিয়ে এসেছেন লংগদু সেনা জোন।
১৪ জুন (বুধবার) লংগদু সেনা জোনের উদ্যোগে রাঙ্গামাটি জেলার বৃহত্তর মাইনীমূখ বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঝালমুড়ি বিক্রেতাকে একটি ভ্যান গাড়ি ও লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় আছে তার একটি অক্সিজেন সর্বরাহ মেশিনের বিশেষ প্রয়োজন থাকায় লংগদু জোন কতৃক অক্সিজেন সর্বরাহ মেশিন প্রদান করেন।
এসব সামগ্রী উপকার ভোগীদের হাতে তুলে দেন, লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন,লংগদু জোনের উপ অধিানয়ক মেজর রিফাত, লংগদু জোনের আর এমও ক্যাপ্টেন জুবায়ের, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ।
লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা বলেন, আমি অসুস্থ হওয়ার পর থেকে লংগদু জোন আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছে, আজ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন কর্তৃক আমাকে অক্সিজেন সরবারহ করতে যে মেশিনটা দিয়েছে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। বিশেষ করে মাননীয় জোন কমান্ডার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা, স্যারের এই ভালোবাসা আমাকে সুস্থ থাকতে সাহস যোগাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জয়নাল বলেন, আগুনে পুড়িয়ে আমার ভ্যান গাড়ি সহ মালামাল শেষ হয়ে যায়, এখন পুনরায় ব্যবসার কার্যক্রম চালু করতে আগের চেয়ে অনেক উন্নত করে বাংলাদেশ সেনাবাহিনী আমাকে যে ভাবে গাড়িটি বানিয়ে দিয়েছে তা আমার আশার চাইতে অনেক বেশী হয়েছে, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের আদর্শ। সামাজিক সম্প্রীতি বজায় রেখে দেশের মঙ্গলে কাজ করার সকলকে আহবান জানান তিনি।
উল্লেখ্য যে, লংগদু সেনা জোন এর আগে অসুস্থ প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছাকে আর্থিক সহায়তা এবং মাইনীমূখ বাজারে অগ্নি কান্ডের ক্ষতিগ্রস্থ দশ ব্যবসায়ী প্রত্যেকে ১০হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
পার্বত্যকণ্ঠ নিউজ ইমএস