নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ্ম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুনানা আক্তার এর সসভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং কলজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযোদ্ধে মুজিবনগর সরকারের কার্যক্রম ও অবদানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
রনি/পক