মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে ভুট্রা,সরিষা, সূর্যমুখী ও চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়র ক্ষুদ্র ও প্রান্তিক ২৮০জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর)সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহ্ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মিস, মমতা আফরিন এর সভাপতিত্বে চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। স্বাগত ব্যক্তব্য প্রদান করেন কৃষি অফিসার মোঃমিজানুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে ২৮০ কৃষকের মাঝে প্রতি ২০ জনকে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ১৫০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ১০০ জনকে ২ কেজি করে ভুট্রা বীজ, ১০ জনকে ১০কেজি করে চীনাবাদাম বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমপিও সার এবং ভুট্রা চাষে ডিএপি ২০ কেজি ও চীনা বাদাম চাষের জন্য এমওপি ৫ কেজি সার বিতরন করা হয়।