বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইফ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, তারেক রহমান অনেক কৌশলী, অনেক শান্তিপুর্ন নেতা। কৌশলে আমাদের নেতা তারেক রহমান অনেক পরিপক্ক। আমাদের নেতা তারেক রহমানের কৌশল থেকে আপনারা (আওয়ামীলীগ) পাঁচ হাজার মাইল দুরে।
রোববার (২২ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবী আদায়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মরতে হলো মরবো তবে ২৮ অক্টোবর শান্তিপুর্ন কর্মসুচী শেষে গনতন্ত্র বিজয়ের পতাকা হাতে নিয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি ফিরতে চাই মন্তব্য করে তিনি বলেন, যারা আমার মায়ের মরা ভোট দিয়ে সরকার পরিচালনা করছে, যারা ব্যাংক লুট করে সরকার পরিচালনা করছে, যারা শেয়ার বাজার লুট করে সরকার পরিচালনা করছে তাদেরকে ক্ষমতায় থাকতে দেবনা। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখার যে খেলা খেলেছেন সে খেলা আর খেলতে দেয়া হবে।
হুশিয়ারী উচ্চারন করে জয়নুল আবেদীন ফারুক
বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জেলখানায় যেতে শিখেছি, কোর্টে হাজিরা দিতে শিখেছি। তাই আমাদের ধমক দিয়ে কোনো লাভ হবে না।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, হাফেজ আহাম্মদ ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি জাহেদুল আলম ও সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্যাহ আল নোমান সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, মো. নাছির আহম্মদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, মৎসজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব রিয়াজ হোসেন, ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।