• রবিবার, ১২ মে ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
রামগড়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে কাপ্তাইয়ে আলোচনা সভা  বিশ্ব মা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবারও শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ : জিপিএ (৫) পেল ৩৮ জন আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন  দৌলতদিয়া পদ্মা পার ভাঙন রোধে জিওব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু  পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত জনপ্রতিনিধি’র সৌজন্য স্বাক্ষাত কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছুকদের জন্য ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’ ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি   কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হবার অভিযোগ মহেশখালী’র নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রাজধানীতে ৯ দলের সমাবেশ: যাচাই করে অনুমতি দেবে ডিএমপি

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ৭০০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশের অনুমতি চেয়েছে নয়টি রাজনৈতিক দল। এ নিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, যাচাই করে কয়েকটি বড় দলকে অনুমতি দেওয়া হবে।

বুধবার (২৬ জুলাই) সকালে আশুরা উপলক্ষে হোসেনি দালানে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, কর্মদিবসে সমাবেশের কারণে জনজীবন বিপর্যস্ত হলে, ভবিষ্যতে সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

আশুরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়ে কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের বলয় গ্রহণ করবে ডিএমপি। প্রতিবারের মতো এবারও তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি এবং পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার বিভিন্ন দলের সমাবেশ নিয়ে কমিশনার বলেন, কর্মদিবসে সমাবেশের কারণে জনজীবনে বিপর্যস্ত হলে, জনগণ বিরক্ত হলে ভবিষ্যতে সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। সকল রাজনৈতিক দলকে ছুটির দিনে সমাবেশ করার অনুরোধ জানান কমিশনার।

সমাবেশ স্থলে লাঠি-শোটা না নিয়ে আসার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ