হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দূর্গম পাহাড়ের হত-দরিদ্র ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে ব্যাটালিয়নের অধীনস্থ তবলছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মংজয় কারবারীপাড়ায় ২৩ বিজিবির অধিনায়ক ও যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী মেডিকেল অফিসার ক্যাপ্টেন জাদিদ আহমেদসহ তিনজন মেডিকেল সহকারীর সমন্বয়ে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে গরীব ও দুস্থ ২৫৮ জন পাহাড়ি, বাঙালি ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।
এছাড়াও জাতীয় শোক দিবসে দুস্থদের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩বিজিবির দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে নগদ অর্থসহ অন্তত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি, তৈল, আলু) বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম। এসময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ পদন্থ কর্মকর্তা ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়াছে এতে ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা করেন। এসময় স্কুলের সকল ছাত্র/ছাত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত