মহালছড়িতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় পৃথকভাবে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে জাতীয় শোক দিবস ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও শোকসভার আয়োজন করা হয়েছে।
সহকারি শিক্ষিকা নেইম্রাচিং মারমার সঞ্চালনায় পবিত্রগ্রন্থ হতে পাঠের মধ্যে দিয়ে আজ ১৫ আগস্ট রবিবার সকাল ১০.৩০ঘটিকায় মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি, সহপ্রধান শিক্ষক রিপন ওঝা বক্তব্য রাখেন।
এছাড়াও সহকারি শিক্ষক মোঃ জামাল বাদশা, মোঃ নূরনবী, টুটুল চাকমা, রিকু চাকমা, শান্তি বিকাশ চাকমা ও সহকারি শিক্ষিকা সুমি চৌধুরী, লিসা দেওয়ান, প্রিয়াংকা বিশ্বাস, নাবিলা আক্তার বিথি, বিভিন্ন শ্রেনির ক্ষুদে শিক্ষার্থীগণ ও প্রিয় অভিভাবকগণ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আজ সকাল ৮.৩০থেকে দিবসটি উপলক্ষে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর সময়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পলাশী যুদ্ধের সময় হতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও বিজয় লাভের দীর্ঘ ইতিহাস শোনালেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি বলেন উপজেলা প্রশাসন হতে জাতীয় দিবসের কর্মসূচীর বিষয়ে চিঠি পেয়ে শিক্ষার্থিগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো কিন্তু ২০২২ সালে জাতীয় শোক দিবসে চিঠি না পাওয়াতে সরকারি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় নি। তাই বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে ইতিহাস ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই জাতীয় শোক ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত