এম. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে দূর্বৃত্তদের হামলার ঘটনার পর খাগড়াছড়ির মানিকছড়ি ইউএনওর তামান্না মাহমুদ এর সরকারি বাসভবনে সশস্ত্র আনসার নিয়োগ করা হয়েছে। গত শুক্রবার বিকালে ইউএনওর বাসভবনে ৪ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শেখ মুহাম্মদ শোয়েব জানান, বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং জেলা অ্যাডজুট্যান্টের দপ্তর থেকে ইউএনওর সরকারি বাসভবন ও প্রশাসনিক ভবনে নিরাপত্তা জোরদার করার লক্ষে জরুরী ভিত্তিতে আনসার সদস্য নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নির্দেশনা অনুসরে শুক্রবার বিকালে ৪জন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, আনসার ও ভিডিপি কার্যালয় থেকে চারজন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা শুক্রবার বিকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত