জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বিরাজমান বাস্তবতায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বিশ্ব জুড়ে অর্থনৈতিক যে পরিস্থিতি, বাংলাদেশ তার বাইরে নয়। অর্থনীতির চাকা সচল রাখা অত্যন্ত জরুরী।
বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিঁনি সব কথা বলেন।
ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. সায়েম আমীর ফয়সল জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যাপকভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কর্মকান্ডের তিনি ভূঁয়সী প্রশংসা করেন।
জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের নেত্রী কর্মীদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও
অভিনন্দন
জানিয়ে বলেন, ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দিতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আওয়ামী লীগের পরে জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল যার কেন্দ্র থেকে শুরু করে সকল পর্যায়ের কমিটিতে ৩৩.৩৩ % নারী নেত্রিত্ব আছে।
অনুষ্ঠানে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ ছাত্রী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ বক্তৃতা করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত