রাঙ্গামাটির লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের যাত্রী ও ভোক্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদ নামে সংগঠনের আত্মপ্রকাশ।
রবিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় লংগদু উপজেলা প্রেসক্লাবের হলরুমে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে লংগদু উপজেলা যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ এবং সাংবাদিক সম্মেলন করা হয়।
সদস্য সচিব রাকিব এর সঞ্চালনায়, সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন, সংগঠনের আহ্বায়ক এবিএস মামুন।
সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং দাবি হলো লংগদু উপজেলার সকল যাত্রী ও ভোক্তা গণের ন্যায্য ভাড়া অধিকার প্রতিষ্ঠা করা, সরকারি ও বেসরকারি প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সব ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ঐক্যমত প্রতিষ্ঠা করা। এসময় তারা মোট ১৫ টি দাবি তুলে ধরেন।
মুসলিম ব্লক হতে মাইনী বাজার পর্যন্ত রাস্তাটির কাজ দ্রুত শেষ করতে হবে। নানিয়ারচর হতে লংগদু রাস্তার অসম্পূর্ণ কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হবে। দুর্ঘটনা রোধে অপ্রাপ্ত বয়স্ক,নেশাগ্রস্থ ড্রাইভারদের গাড়ি চালানাে বন্ধ করতে হবে।পেশাদার চালকদের নির্দিষ্ট পোষাক এবং ড্রেস কোড করতে হবে। নদী পথে বোট,লঞ্চ, এর সরকার নির্ধারিত কিলোমিটার ভাড়া বহাল রাখতে হবে। যাত্রীবাহী লঞ্চে ব্যবসার উদ্দেশ্যে পশু,পাখি তুলা যাবেনা।ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ করতে হবে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বিদ্যুৎ এর নতুন সংযোগ গ্রহণ করতে সরকার নির্ধারিত ফি ছাড়া বাড়তি টাকা নেওয়া বন্ধ করতে হবে। লংগদু সদরের সাথে গুলশাখালী,বগাচতর,ভাসান্যদমের সড়ক পথে সংযোগ করার লক্ষে ছোট ছোট যানবাহন পারাপারের জন্য ফেরী ব্যবস্থা করতে হবে এছাড়াও লংগদু উপজেলার অভ্যন্তরিন রুটে মটর সাইকেল ভাড়া প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা। স্কুল, কলেজ চলাকালীন সময়ে ছাত্র,ছাত্রীদের জন্য ধার্য্যকৃত ভাড়ার অর্ধেক ভাড়া নিতে হবে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সেলিম। উপস্থিত ছিলেন, সদস্য সাইফুদ্দিন,ইব্রাহিম খলিল, আতিকুজ্জামান, আমিনুল ইসলাম, সালাহ উদ্দিন,মাকসুদুল ইসলাম, মন্জুরুল ইসলাম সহ অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রেরণ করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত