ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে মোল্লা বাড়ির মো. ইসহাক মোল্লার ছেলে মো. জামাল ও মো. মনির হোসেনের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
পরিবারের দাবি অগ্নিকান্ডে তাদের ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় বসতঘরে হঠাৎ আগুন দেখে পরিবারের লোকজন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়ঙ্কর রূপ ধারণ করলে প্রচন্ড ধোঁয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় মসজিদের মাইকে প্রচার করে দেওয়া হয় আগুন নেভানোর জন্য, খবর পেয়ে ঘটনাস্থলে আসে শত শত এলাকাবাসী। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বসতভিটার মালিক প্রবাসী মো. মনির হোসেনের স্ত্রী বলেন, ঘরে অনেক মূল্যবান কাগজ, টাকা পয়সা ও স্বর্ণ ছিল এসব কিছুই বাঁচানো গেলনা ।
আমি এখন কোথায় থাকব, কি খাব, কার কাছে যাব, আমার আর কিছুই রইলনা, বলে তিনি চিৎকার করে কান্না করতে থাকেন। ভুক্তভোগী জামাল মিয়ার চাচা মো. হারু মিয়া বলেন, এই ঘরের উপর দিয়ে পল্লীবিদুৎ এর একটি পুরাতন ছেলো মিশনের তার ঝুলে ছিল।
আমরা পল্লীবিদুৎ অফিসে ৩ বার লিখিত অভিযোগ করি কিন্তু তারা এর কোন ব্যবস্থা নেয়নি, তিনি আরো বলেন পল্লী বিদুৎ অফিসের অবহেলার কারনে গতকাল এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎএর ডি জি এম মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন আমাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই, লিখিত অভিযোগ থাকলে নিয়ে আসতে বললেন।
এম/এস