কক্সবাজার থেকে মহেশখালী যাতায়াতের জনপ্রিয় ঘাট- কক্সবাজার জেলা পরিষদের মহেশখালী- কক্সবাজার ফেরিঘাট। অথচ এই ঘাটেই শুরু হয়েছে দিনে-দুপুরে পকেট কাটার মতই বাড়তি ভাড়া আদায়ের ব্যাপার। বিগত করোনাকালীন সময়ে যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘাট কতৃপক্ষ ভাড়া বেশি নিলেও। সরেজমিনে জেটি ঘাটে গিয়ে এমন বাস্তব চিত্র দেখা যায়। যেখানে কক্সবাজার টু মহেশখালী আগে স্পীড বোট ভাড়া ছিলো ৭৫ থেকে ৮৫ টাকা ছিল আজ সকাল থেকে বিশ্ব বাজারের সাথে জ্বালানি তেলের দাম বাড়ালো বলে স্পীড বোট চালকরা সজ্ঞতি দেখিয়ে ভাড়া আদায় করছে বলে অভিযোগ সকালে ঘাটে আসা যাত্রীদের ঘাট কতৃপক্ষের বিরুদ্ধে। এতে স্পীড বোট ভাড়া ১২০/১৪০ টাকা ও কাঠের বোটের ভাড়া ৫০/৬০ টাকা নিচ্ছে বলে অভিযোগের পেক্ষিতে মহেশখালী উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ আনে বর্তমানে স্পীড বোট ১১৫ টাকা ও কাঠের বোটের ৩৫ টাকা থেকে ৪৫ টাকা নির্ধারণ করে।
এম/এস