কুড়িগ্রাম সদরে তেলের পরিমাপে কারচুপি করায় সোনামণি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ৭ আগস্ট (রবিবার) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে সোনামণি ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে সোনামণি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ২৬০ মিলিলিটার করে কম পেট্রোল দিচ্ছিল পাম্পটি। পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দীন ও সদর থানা পুলিশ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত