খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হাজী মোহাম্মদ জসিম ও সাধারন সম্পাদক মো: আকতার হোসেন জয় লাভ করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১০৬ জন ভোটারের মধ্য ১০৩জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে ভুমিকা রাখেন।
বোরবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম ইসমাইল হোসেন ফলাফল ঘোষনা দেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. মনির হোসেন ও মো: আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৬৪ ভোট পেয়ে হাজী মোহাম্মদ জসিম নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি হাজী মো. আব্দুল মোমিন পেয়েছেন ৩৯ ভোট। অন্যদিকে সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিনকে ১১ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তার হোসেন। তিনি পেয়েছেন ৫৭ ভোট। তার প্রতিদ্বন্ধী মো. জামাল উদ্দিন পেয়েছেন ৪৬ ভোট।
প্রতিদ্বন্দীতাপুর্ন নির্বাচনে ৬৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আবুল কালাম ভূঁইয়া। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী আহম্মদ, যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রার্থী সমান সংখ্যাক (৩৪ ভোট) ভোট পাওয়ায় লটারীতে মো: সিরাজুল ইসলাম নির্বাচিত হয়।
কোষাধ্যক্ষ পদে ৭৪ ভোট পেয়ে হাবিবুর রহমান খাঁন, দপ্তর সম্পাদক ৫৭ ভোট পেয়ে মো: মীরনুর রহমান মিলন, লাইন নিয়ন্ত্রক পদে ৬১ ভোট পেয়ে মো: কামাল উদ্দিন (প্রথম) ৫১ ভোটে কৃষ্ণ কুমার দে (২য়) নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী সদস্য পদে ৫৩ ভোটে মো: রবিউল ইসলাম রিপন (১ম) ও ৩৩ ভোটে টিপু সুলতান (২য়) নির্বাচনে জয় লাভ করে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত