কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া বলেছেন, আওয়ামীলীগ দেশে তেলের সঙ্কট তৈরি করে মধ্যরাতে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করেছে। তেলের সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন হবেনা। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে সকল কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দেশে খাদ্য সঙ্কট দেখা যাবে।
এমন অবস্থায় দেশে শ্রীলঙ্কার পরিনতি দেখা দিয়েছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন, শ্রীলঙ্কার মানুষ সেদেশের মন্ত্রী ও সরকারকে নদীতে ফেলেছে, এদেশের মানুষও অল্প দিনের মধ্যে সরকারকে বঙ্গোপসাগরে ফেলবে।
শনিবার (৬ আগষ্ট) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী, সাধারন সম্পাদক এমএন আফছার ও যুগ্ম-সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহজালাল কাজল, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, বেলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুস সালাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. বাহাদুর খান-কে সভাপতি, মো. নজরুল ইসলাম চৌধুরী-কে সিনিয়র সহ-সভাপতি, মো. বদিউল আলম-কে সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম আযাদ-কে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী।
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া।
কাউন্সিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, অর্থ সম্পাদক মো. মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত