বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশের গুলি করলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত হয়। একই সময় অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের এই ন্যাক্কারজনক হত্যা ও হামলার প্রতিবাদে বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিএনপি অফিস থেকে শুরু হয়ে বাজারের সিএনবি পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুলিশের বাদায় বিএনপি অফিসে প্রতিবাদ সমাবেশে শেষ হয়।
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক সালমান হোসেনে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য প্রদান করেন এস এম মিলন,সহ-সভাপতি উপজেলা বিএনপি,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ।
এতে উপস্থিত ছিলেন মোঃ নবী হোসেন সাধারণ-
সম্পাদক উপজেলা বিএনপি,
সহ-সভাপতি শেখ ইব্রাহীম, মেহেদুল ইসলামসহ উপজেলা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
এম/এস