প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২২, ৫:২৪ পি.এম
পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে বিএনপি’র সমাবেশ
খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশে করেছে বিএনপি। ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার(০২ আগষ্ট) সকাল ১১টায় বিএনপি'র কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির এক পর্যায়ে কয়েক দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করে নেতাকর্মীরা।
এর আগে বিএনপি'র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিল্লাত চত্বরে সমবেত হতে থাকে।
সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমসহ বিগত দিনে খুন ও গুম হওয়া নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করা হবে। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। যার নির্দেশে গুলি করা হয়েছে, সে গুলির হিসাব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমূখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত