খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলায় গোলাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে রাঙাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই (শনিবার) জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ আলোকে “গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি” (জুলাই-সেপ্টেম্বর ২০২২) এর আওতায় “বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সকলক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্ত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কনিকা খীসা, এসএমসি সভাপতি জীবক চাকমা, উচ্চমান সহকারী রিপু খীসা, সহকারী শিক্ষক ললিতা দেবী ত্রিপুরা, পহেলী চাকমা, তাপসী চাকমা, নাইউ মারমা, পারিশ চাকমা, এসএমসি সদস্য-সদস্যা, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
একই বিষয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রত্যন্ত এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর উন্নয়নে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জনসাধারণ।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন বলেন, একজন মানুষ তার মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়নে নারী-পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে। স্বামী-স্ত্রী যৌথ শ্রমে সংসারে দ্রুত প্রবৃদ্ধি অনবেই। নারীর ক্ষমতায়নে পুরুষের সমর্থন করতে হবে। সমাজের সকল কুসংস্কার দূর করে নিজ নিজ অবস্থান থেকে পুরুষের পাশাপাশি নারীকে সকলক্ষেত্রে কাজ করার অনুরোধ জানান তিনি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত