গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ঢাকা জেলা প্রশাসন কর্তৃক ২০২১-২০২২ অর্থ বছরে যুব উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠকের প্রথম স্থান পুরুস্কার অর্জন করেছেন পুরান ঢাকার সন্তান ও ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন।
২৫ জুলাই ২০২২ সোমবার বিকেল ৩ টায় রাজধানীর মিরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার নব নির্মিত ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন,ঢাকা ও যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠকের পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর ঢাকা জেলার উপ পরিচালক জনাব বিরাজ চন্দ্র সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন ঢাকা জেলা প্রশাসক জনাব শহীদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ ইলিয়াস মেহেদী।ঢাকা জেলার ২০২১-২০২২ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠক হিসেবে প্রথম স্থান পুরুস্কার লাভ করেন ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা,সাধারণ সম্পাদক জনাব সোহাগ মহাজন ও প্রীতি যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা জনাব প্রীতি ইসলাম পারভীন।এ ছাড়াও অনুষ্ঠানে আরও তিনজন সফল যুব উদ্যোক্তাকে পুরুস্কার প্রদান করা হয়।পুরুস্কারের মধ্যে ছিল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসন, ঢাকার পক্ষ থেকে শ্রেষ্ঠ সংগঠকের সনদপত্র ও আকর্ষনীয় ক্রেষ্ট।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত