মুজিববর্ষে দেশের সব ভৃমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিশ্রুতি রক্ষায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বৃহস্পতিবার সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
তারই দ্বারাবাহিকতায় সারাদেশে ন্যায় চরফ্যাশন উপজেলায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ৯০, জাহানপুর ইউনিয়নে ৩৬, ওসমানগঞ্জ ইউনিয়নে ৩৩,নজরুল নগর ইউনিয়নে ১৩, নুরাবদ ইউনিয়নে ১০টি ঘর সহ মোট ১শ ৬০ টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বর্জ্যগোপাল টাউন হলে সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভৃমিহীন ও গৃহহীনদের এসব জমির দলিল ও ঘর হস্তান্তর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী (ভূমি) কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমদ শুভ্র, দুলার হাট থানার ওসি মনির হোসেন,দক্ষিণ আইচার থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, উপকার ভোগী পরিবারের সদস্যগন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সাংবাদিক সুশীলসমাজ এবং উপজেলা আওয়ামী লীগের নতা কর্মীবৃন্দ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত