প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ১২:৪৯ পি.এম
আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন গুইমারার হতদরিদ্র ৬৫ পরিবার
![](https://parbattakantho.com/wp-content/uploads/2022/07/IMG_20220721_134523-scaled.jpg)
বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৫ টি পরিবারের মাঝে ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার এবং মজিববর্ষ উপলক্ষে, ভূমিহীনও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যয় একযোগে গুইমারাতেও নতুন ঘরের চাবি ও দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোঃ বাতেন। অন্যান্যর মধ্যে গুইমারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বাংলাদেশ কে কলঙ্ক মুক্ত করার জন্য, বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে, তার স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যারা ভূমিহীন তাদের কথা মাথায় রেখে সরকার বিনামূল্যে নতুন ঘর দিয়েছেন। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের জীনব মান উন্নয়নের জন্য কাজ করেছেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত