খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ির এলাকায় লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করেছে বনবিভাগ। আজ দুপুরে খাড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীন অরণ্যে বনবিড়ালটি অবমুক্ত করা হয়।
গত রাত সাড়ে ১২টার দিকে হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকা থেকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়েছিল বন্য এ প্রাণীটি। পরে বনবিভাগের কর্মীরা তাকে উদ্ধার করেন।
বনবিভাগের জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকরন চাকমা বলেন, রাতে টহলরত অবস্থায় বনবিড়ালটিকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। পরে এটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আজ দুপুরে আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীন অরণ্যে বনবিড়ালটি অবমুক্ত করা হয়।
এম/এস