প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ৬:১৭ এ.এম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গুলাগুলিতে একজন নিহত ও আহত ১; অস্ত্র ও গুলি উদ্ধার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় পাহাড়ের আঞ্চলিক দুই স্বসস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলিতে উত্তম ত্রিপুরা (২৫) নামে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো একজন। আজ সোমবার ভোরের দিকে তাইন্দং ইউনিয়নের দূর্গম সুকুমার কার্বারী পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর সন্ত্রাসীদের মধ্যে এ গুলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ২৩ বিজিবি জামিনীপাড়া জোনের অধিনায়ক লে: কর্ণেল জাহিদুল করিম ঘটনাস্থলে গিয়ে ১ টি বিদেশী অস্ত্র ও ১৩টি গুলিসহ লাশ উদ্ধার করে। আহত অপর জন পালিয়ে গেছে। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।
এদিকে আহত যুবক চিগন চিজি চাকমা(২৪) ইউপিডিএফ (প্রসীথ গ্রুপের) কর্মী বলে গণমাধ্যমকে জানিয়েছে সংগঠনটি। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সকালে মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তম কুমারকে হত্যা করে। এতে আমাদের সংগঠনের এক কর্মী আহত হয়।
খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম'র নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত কাউকে পাওয়া যায় নি বলে জানান তিনি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত