আর কে ওসমান আলী দিনাজপুর নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাঁরা আটক হন।
আটক করা দুজন হলেন ঘোড়াঘাট উপজেলার আসাদুল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪২)। তাঁদের আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। পুলিশ বলছে, আটক করা দুজনই হামলার হোতা।
আসাদুল ইসলামের বাড়ি উপজেলার রানিগঞ্জে। বাবার নাম আমজাদ হোসেন।
জাহাঙ্গীর হোসেনের বাড়ি উপজেলার ওসমানপুর সাগরপাড়া এলাকায়। বাবার নাম আবুল কালাম। তিনি ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট থানা-পুলিশের একটি দল শুক্রবার ভোররাত পৌনে পাঁচটার দিকে তাঁকে আটক করে। তাঁকে হাকিমপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আটক করা হয়। আটক করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় পুলিশের রংপুর রেঞ্জের কার্যালয়ে।
অন্যদিকে জাহাঙ্গীরকে আটক করে দিনাজপুর র্যাবের সদস্যরা। তাঁকে তাঁর নিজ বাসা থেকে আটক করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত