প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৯:৩৬ এ.এম
৪০ বিজিবির উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী
খাগড়াছড়িতে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সকালে (৪০ বিজিবি) খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোনে এ কর্সসূচীর উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর খসরু রায়হান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, মোহাঃ দেলোয়ার হোসাইন সহ সুবেদার মেজর ও অন্যান্য পদবীর সদস্যগণসহ উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপন শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এবার জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করে ৪০ বিজিবি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত