মহেশখালী থানা পুলিশের আয়োজনে “আপনার পুলিশ আপনার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, চুরি, বাল্যবিবাহ ও জঙ্গী বিরোধী মহেশখালী পৌরসভা ৯নং বিট পুলিশিং সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ই জুলাই) বিকালে দাসি মাঝি'রপাড়ার জামে মসজিদ সংলগ্ন পুকুরপাড়ে মহেশখালী পৌরসভার ১,২,ও ৩ নং ওয়ার্ড়ে বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই আকবর এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন..
মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর গোরকঘাটার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, পৌর কাউন্সিলর কাজী মোতাহের হোসেন, মোহাম্মদ আবু তাহের, আজিজ মিয়া, ব্যবসায়ী আব্দুল মান্নান, আব্দুল গফুর, মোহাম্মদ হোসন'সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহেশখালী থানার সেকেন্ড অফিসার মফিজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় বিট পুলিশিং সভায় মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী তাঁর বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা নিরলসভাবে কাজ করে চলছে। যারা এলাকার শান্তি বিনষ্ট করবে তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত