খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ভিডিপি প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ করেছে একই প্লাটুনের সাধারণ সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, রশিক নগর ২ নং ভিডিপি প্লাটুন কমান্ডার আবদুল আজিজ ভিডিপির প্লাটুন কমান্ডারের দায়িত্ব সঠিকভাবে পালন না করে বিভিন্ন সরকার বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের সাথে সরাসরি জড়িত বলেও জানা যায়। অভিযোগ পত্রে উল্লেখ্য হয় যে, গত বছরের ২৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতীদল দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেন আবদুল আজিজ। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেও সরকার বিরোধী নানা আন্দোলন সংগ্রামে যোগ দেন। সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন না করে বেতন ভাতা সহ সকল সুযোগ-সুবিধা গ্রহন করছেন বলেও জানা যায়।
অভিযুক্ত ভিডিপি প্লাটুন কমান্ডার আবদুল আজিজের বিরুদ্ধে চেক জালিয়াতি, অবৈধ ভাবে ভাতা উত্তোলন, অনান্য সাধারণ সদস্যরা অনেকেই দায়িত্ব পালন না করে প্লাটুন কমান্ডারের যোগসাজশে ভাতা ভোগ করা, ভিডিপি ক্লাব সংস্থাপনের জন্য সরকারি বরাদ্দকৃত ৯০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা আত্মসাৎ এবং বাকি ৭০ হাজার টাকার পুরোপুরি কাজ না করা, সমিতির টাকা আত্মসাৎ সহ তার বিরুদ্ধে আরও ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কথা জানান প্লাটুনের সদস্য হাবিবুর রহমান, হেলাল মিয়া, মোসলেম উদ্দিন সহ সকল সদস্যরা। এছাড়াও বর্তমান সরকারের পরিবর্তন ঘটলে অনেক ভিডিপি সদস্যদের মঝা বোঝাবেন বলেও বিভিন্ন সময় হুমকি প্রদান করেন বলেও জানান তাঁরা।
এবিষয়ে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আবদুল আজিজ বলেন, আমি একসময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে নেই। তাছাড়া আমার বিরুদ্ধে আনা সকল দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মিথ্যা বানোয়াট ও ষরযন্ত্রমূলক। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আর কথা বলতে চাননি আবদুল আজিজ।
দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক বলেন, রশিক নগর ২ নং ভিডিপি প্লাটুন কমান্ডার আবদুল আজিজের বিরুদ্ধে ইতোমধ্যে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত