টাকার অভাবে ৫ বছর বয়সী শ্রান ত্রিপুরার চোখের অপারেশন হবে না শুনে পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন।
দীঘিনালা জোনের আওতাধীন জামতলী মায়াফা পাড়া এলাকার দিনমজুর পিতা মহেন ত্রিপুরা ও মাতা শারীরিক প্রতিবন্ধী খমিতা ত্রিপুরার সন্তান শ্রান ত্রিপুরা।
গত ২৭ জুন শ্রান ত্রিপুরার অসুস্থতা ও চোখের অপারেশন নিয়ে মিডিয়ায় আলোচনা হলে বিষয়টি দীঘিনালা সেনা জোনের দৃষ্টিগোচর হয়। এমতাবস্থায় দীঘিনালা জোন শ্রান ত্রিপুরার চোখের অপারেশনের সমস্ত খরচ দেয়ার আশ্বাস দেন। ২৯ জুন (বুধবার) বেলা ১১ টায় দীঘিনালা জোন অধিনায়কের কার্যালয়ে শ্রান ত্রিপুরার বাবা-মায়ের হাতে চোখের অপারেশনের জন্য নগদ প্রয়োজনীয় অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ পিএসসি।
এসময় তিনি বলেন, আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন সব সময় এ অঞ্চলের মানুষের পাশে আছে। স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে শ্রান ত্রিপুরার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা শ্রান ত্রিপুরার চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ নগদ দিয়ে সহায়তা করি।
ছেলের চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন শ্রান ত্রিপুরার পরিবার।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত