মহালছড়িতে সিএনজি ও মাহেন্দ্র মালিক সমবায় সমিতি লিমিটেড'র ত্রি বার্ষিক কাউন্সিলে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ মনোরম পরিবেশে জাকজমক ভাবে সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তবে ২৪জুন রোজ শুক্রবার নির্বাচনের যথাযথ নিয়ম অনুসরণ করেই সকাল ১০.০০ঘটিকা হতে বিকাল ৩.০০ঘটিকা পর্যন্ত এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ৯টি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে বিপুল চৌধুরী নির্বাচিত হন, সহসভাপতি মোঃ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আরবেন চাকমা, অর্থ সম্পাদক পদে স্বপন জৌতি চাকমা এবং কার্যকরী সদস্য পদে উপন চাকমা, নুকুল চাকমা, মোঃ মামুন মিয়া, প্রাণপন চাকমা প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হয়।
আজকের এই নির্বাচনে ভোটগ্রহণ শেষে কর্তব্যরত নির্বাচন কমিশনার সমবায় কর্মকর্তা আলমগীর বলেন, নির্বাচনের যথাযথ নিয়মে গণতান্ত্রিক উপায়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভোটার তালিকার ২০৩জন মধ্যে ১৮৫টি ভোট ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটারগণ গণতান্ত্রিক উপায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত