উৎসবমূখর পরিবেশের মধ্য পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন 'মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড'র ব্যাবস্থাপনা কমিটির নির্বিচন অনুষ্ঠিত হয়েছে।
বূধবার (২২ জুন) সকাল ১০টা থেকে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড'র কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্যাহ খান।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ১১৬ জন ভোটারের মধ্যে ১১১জন ভোটার শীর্ষ এ ব্যাবসায়ী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বর্তমান সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে ১৭ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন। সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে কাঙ্খিত জয় পেয়েছেন মো: মনির হেসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: রফিকুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট।
অন্যদিকে দুই প্রতিদ্বন্ধীকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হারুনুর রশীদ ফরাজী। তিনি পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল মোনাফ পেয়েছেন ৩৭ ভোট ও মো. আমান উল্যাহ ভুইয়া পেয়েছেন ৫ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো: আব্দুল ওয়াদুদ (৪৭ ভোট), কোষাধ্যক্ষ পদে মো. শাহজাহান (৮০ ভোট),
ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মো: আব্দুর রহিম (৯৩ ভোট), মো: আব্দুল কাদের মজুমদার (৭৮ ভোট) মো: খোকন মিয়া (৬৪ ভোট), হাজী মমিনুল ইসলাম (৬২ ভোট) ও মো মমিনুল হক (৫৮ ভোট) নির্বাচিত হয়েছেন।
মাটিরাঙ্গায় কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড'র ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্যাহ খান বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নির্বাচনকে ঘিরে দিনভর মাটিরাঙ্গায় ছিল উৎসবের আমেজ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত