লামা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। ১ হাজার ২০০ লিটার ধারণ ক্ষমতার সিলিন্ডার দিয়ে এখন সহজেই রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
শনিবার (১৯ জুন ২০২২ইং) থেকে করোনা ইউনিটসহ সব ওয়ার্ডের রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন মাজেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোবিন সহ প্রমূখ।
জানা যায়, এতোদিন হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছিল রোগীদের চিকিৎসা। তীব্র শ্বাসকষ্টের রোগীদের ঝুঁকি না নিয়ে অধিকাংশ রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হতো। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত খরচের পাশাপাশি পোহাতে হয় দুর্ভোগ।
অক্সিজেন সরবরাহের ঘাটতি মেটাতে এবছরের মার্চ মাস থেকে দাতা সংস্থা জাইকার অর্থায়নে লামা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হয়। রোববার থেকে রোগীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট চালু হলেও প্রকল্পটি পার্বত্য মন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত