ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে ইটেরপুল রেন্ট এ কার স্টান্ডে মাদারীপুরে সম্মিলিত ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ইটেরপুল থেকে শুরু করে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় শকুনী লেকপাড় স্বাধীনতা অঙ্গণে এসে শেষ হয়। “নারয়তাকবির আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতীয় পন্য বেচা-কেনা বন্ধ”সহ নানা শ্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধর্মীয় সংগঠনসহ সমাজের ধর্মপ্রাণ মুসলামরা অংশগ্রহণ করেন। সম্মিলিত ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হাজরাপুর পাক দরবার শরীফের পীর আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি ও আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক ও হাজরাপুর পাক দরবার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা ও মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব খান। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবু দাউদ,মাওলানা আ.মান্নান দাড়িয়া,মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মহিউদ্দিন তাজিম,মাওলানা শিব্বির আহমেদ,মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কে এম মাহমুদুল হাসান, মাওলানা একরাম বিন নুর প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে হাজরাপুরের পীর মাওলানা আবু বকর ছিদ্দিক দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সভা শেষ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত