বান্দরবানের লামায় বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি নামে টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় লামা জোত মালিক সমিতি ও লোহাগাড়া থ্রী পি এম স্পোর্টস একাডেমি। ৭০ মিনিটের খেলায় ৬-০ গোলের ব্যবধানে লামা জোত মালিক সমিতি জয়লাভ করে। নক আউট পদ্ধতি খেলায় দক্ষিণ চট্টগ্রামের মোট ১০টি টিম টুর্নামেন্টে অংশ নেয়।
শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার চাম্পাতলী ৩২ আনসার ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে শত শত দর্শক মাঠে উপস্থিত হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির পায়রা উড়িয়ে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লামা আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মনজুরুল হাসান পিবিজিএম, পিএসসি ও লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
লেঃ কর্ণেল মনজুরুল হাসান বলেন, লামার মানুষ ক্রীড়া প্রেমী। বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ লামাবাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। মাদক থেকে যুব সমাজকে মুক্ত রাখতে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে অনুরোধ করেন তিনি।
খেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, ৩২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এ.এস.এম আজিম উদ্দিন, বান্দরবান জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ প্রমূখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত