পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৪টি ভারতীয় বোল্ডার গরু জব্দ করেছে রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
মঙ্গলবার (১৪জুন) দিবাগত রাত সাড়ে ৩টার সময় রামগড় পৌরসভার বল্টুরাম টিলা সীমান্তে দিয়ে আনার সময় এসব গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবি'র নায়েব সুবেদার অসীম মারাক এর নেতৃত্বে ১২ সদস্যের বিজিবি দল অভিযান চালিয়ে ৪টি বড় বোল্ডার গরু জব্দ করে। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ৪টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রতিটি ২ লক্ষ করে ৮ লক্ষ টাকা। এছাড়া প্রয়োজনীয় কাজ শেষে বর্তমানে গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্থ অঞ্চলে মাদক,গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবি'র এমন অভিযান চলমান থাকবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত