খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের আওতাধীন বেলছড়ি বিওপিতে পলাশপুর জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন এর দিকনির্দেশনায় সীমান্তে চোরাচালানরোধ, নারী-শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেলছড়ি বিওপি। বুধবার (০৮ জুন ) সকালে বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,বেলছড়ি বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ রাজ্জাক,বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, ১ নং ওয়ার্ড মেম্বার টিপু সুলতান, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ আল-আমিনসহ স্থানীয় ব্যাক্তিবর্গরা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম বলেন, যারা চোরাচালান, নারী-শিশু পাচার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের অবৈধ ব্যবসা ছেড়ে বৈধ ব্যবসার পথে ফিরে আসুন। মাদক ব্যবসায়ীদের কোন রকম ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত