শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন ২০২২ইং) বেলা ১০টায় থেকে দুপুর পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, লামা অফিসে গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রসারণ মন্ত্রানালয় আওতাধীন লামা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রদায়িকতা, গুজব অপপ্রচার প্রতিহিংসার রাজনীতি, করোনাভাইরাস সংক্রমণ রোধ করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লামা সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, মিল্কি রানী দাশ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তমিজ উদ্দীন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয়কারী একেএম রেজাউল হক। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী, ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত