খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন ২০২২ইং) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে দিন ব্যাপি কর্মশালায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
কর্মশালায়, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারি,খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ,খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হালিম রাজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদক শুধু ব্যাক্তি নয়, একটি পরিবারকে নি:স্ব করে দেয়। সুস্থ জীবনের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত