জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন লংগদু সরকারি মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক খোন্দকার হাসান আলী।
উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজ্ঞ বিচারকমন্ডলী দ্বারা তিনি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যৌথ স্বাক্ষরিত ফলাফল বিবরণী হতে জানা যায়। খোন্দকার হাসান আলী ২০০৫ সাল থেকে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। ইতিপূর্বে তিনি কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশব্যাপী করোনাকালীন তিনি অনলাইন ও মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ করে শিক্ষার্থীদের অগ্রগতিতে ভালো ভূমিকা রেখেছেন। ২০২০ খ্রি. শিক্ষার্থীদের জন্য তাঁর লেখা জীবনগঠনমূলক ও গবেষণাধর্মী প্রবন্ধ গ্রন্থ “চেতনা” প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা হতে প্রকাশিত গ্রন্থ’টি বেশ পাঠকপ্রিয় হয়। তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকার কলাম লিখেও খ্যাতি অর্জন করেছেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত