সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) যামিনীপাড়া জোনের টহলদল কতৃক একটি দেশীয় অবৈধ অস্র উদ্ধার করা হয়েছে।
৩০মে সোমবার সকালে খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলাধীন তবলছড়ির মোল্লাবাজার এলাকা থেকে এই অবৈধ দেশীয় অস্রটি উদ্ধার করা হয়,এর আগেরদিন ২৯ মে রবিবার চাঁদাবাজ সন্দেহে দুইজন পাহাড়িকে গনপিটুনি দেয় এলাকাবাসী,এই সংবাদ প্রাপ্তির পর পরই তাৎক্ষনিক ভাবে বিজিবি ও পুলিশের দুইটি টহল দল ঘটনাস্থল থেকে উক্ত সন্ত্রাসীদ্বয়কে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে বিজিবি টহল দলের সহায়তায় পুলিশ কর্তৃক উন্নত চিকিৎসার জন্য মাটিরাংগা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়,অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসারর জন্য চট্রগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়,পরেরদিন চিকিৎসা শেষে তাদের আত্তীয় স্বজনদের নিকট জিম্মায় দেওয়া হয়, গোপন তথ্যের ভিত্তিতে পরেরদিন অর্থাৎ ৩০ মে সকালে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলের আশে পাশে ব্যাপক তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি গান উদ্ধার করা হয়। উক্ত অস্ত্র মাটিরাংগা থানায় জমা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মাটিরাংগা থানার অফিসার ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত