কুড়িগ্রামের রাজারহাটে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন,একটি চার্জার গার্ড, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে এসআই শরিফুল, ইসলাম,এসআই জহুরুল ইসলাম এএসআই রাফিউল আমিন সহ পুলিশের একটি টিম টহলরত অবস্থায় রাজারহাট- তিস্তা সড়কের অদীতি সুধী কানন ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার ধারে সন্দেহ জনক কিছু পরে থাকতে দেখেন।এসময় তারা যাচাই করে দেখেন, এরমধ্যে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন ও একটি চার্জার গার্ড রয়েছে।
রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার উপস্থিতিতে উদ্ধারকৃত জিনিসগুলো জব্দ করা হয়েছে। এবিষয়ে রাজারহাট থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত