ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের সাবেক সাংসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ্ জিকরুল আহমেদ খোকনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৮/০৫) সরকারি হাইস্কুল মাঠে ১৪ দলীয় জোটের উদ্যোগে শোকসভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এম.পি। তিনি বলেন,জিকরুল মুক্তিযোদ্ধের চেতনায় রাষ্ট্রীয় চারনীতি বিশ্বসী হয়ে সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন,তিনি তার রাজনৈতিক দর্শন তুলে ধরে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ বিরুদ্ধে বৈষম্য রক্ষার লড়াই চলবে।স্বাধীনতার ৫০ বছরেও দেশ বিপদমুক্ত নয়,আমরা রাজাকার সমর্থিত সরকার চাই না, খাল কেটে কুমির আনতে দেব না। সভাপত্বি করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। প্রাধান অতিথি সহ বক্তারা দেশের এই শ্রেষ্ঠ সন্তান শাহ্ জিকরুল আহমেদ খোকনের নামে সড়ক বা স্থাপনা নামকরন করার দাবি করে তা বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।
বক্তব্য রাখেন, যুবজোটের কেন্ত্রীয় সভাপতি নাইমূর রহমান নুর, জাসদের যুগ্ন সম্পাদক ওবাদুল হক চন্নু,জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন, জাসদের আইন বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, প্রায়ত এমপি কন্যা জেরিন আহম্মদ,মাহিন আহমেদ,ডাঃ নৌশিন আহম্মেদ,জেলা জাসদ সভাপতি আক্তার হসেন সঈদ,মেয়র শিব শংক দাস, পৌর আ’লীগ সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ,চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ,আ’লীগ নেতা,জহির উদ্দিন সিদ্দিক টিটু, শফিকুল ইসলাম ,আলামিনুল হক আলামিন প্রমূখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত