রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভূবন মোহন পার্কে বেগম জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সংবাদ সংগ্রহের সময় যুবদলের নেতারা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে যুবদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকরা সেই ফুটেজ নিতে গেলে যুবদল নেতারা নিজেদের বিভেদ ভুলে সাংবাদিকদের উপর চড়াও হয়।
মারধোরের শিকার ও লাঞ্চিত হন চিত্র সাংবাদিক চ্যানেল ২৪ এর আক্তারুজ্জামান লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, এসএ টিভির আবু সাইদ, গাজী টিভির রবিউল ইসলাম খোকন ও নিউজ ২৪ এর সামিউল বাপ্পী ।
এ ঘটনার পর সাংবাদিকরা বিএনপির ঐ সমাবেশ বয়কট করেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে বের হয়ে নগরীর গনকপাড়ার মোড়ে অবস্থান করছেন।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত