প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২২, ৫:১০ পি.এম
মহেশখালীতে এক কেজি গাঁজা’সহ একজন আটক
![](https://parbattakantho.com/wp-content/uploads/2022/05/IMG-20220523-WA0000.jpg)
মহেশখালী হোয়ানক হামিদুর রহমান পাড়া থেকে ১ কেজি গাঁজা'সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার হোয়ানক ইউপির হামিদুর রহমান পাড়ার মৃত আবুল খায়ের বসত বাড়ির পশ্চিম পাশের ছড়ায় হতে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার হামিদ পাড়র গ্রামের জাফর আলম,(প্রকাশ লাল বাঁশি) এর পুত্র জয়নাল আবেদীন (৩৩) প্রকাশ খোকন।
এ ঘটনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই পিপিএম বলেন, হামিদুর রহমান পাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনের সঙ্গীয় ফোর্স উপস্থিত হই। উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে, আমরা জয়নাল আবেদীন'কে আটক করতে সক্ষম হই এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতার আসামীকে সোমবার সকালে মহেশখালী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আসামীকে গ্রেফতারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত