শান্তি সম্প্রীতি উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোন কর্তৃক আয়োজিত ২৯ তম জোন কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (সোমবার) বিকেলে উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালখালী ইউপি একাদশ বনাম মেরুং
ইউপি একাদশ'র মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে মেরুং ইউপিকে ৪-০ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউপি।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী ইউপি একাদশের আনোয়ারুল আবেদীন কায়েস ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন একই দলের কিরণ চাকমা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ (পিএসসি)।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, সকল জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত