রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৩৭৩ গ্রাম হেরোইনসহ আবু সাঈদ হেলেন (২২) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। রোববার (২২ মে) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আবু সাইদ হেলেন উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়িয় এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তাকে পাকড়াও করেন র্যাব সদস্যা। পরে তার কাছে তিন প্যাকেটে ৩৭৩ গ্রাম হেরোইন পাওয়া যায়।
গ্রেফতার ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত