প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ৪:৫৪ এ.এম
নানা আয়োজনে পালিত হলো বিজিবি গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী
কেক কাটা, প্রীতিভোজ সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেকের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন'সহ বিভিন্ন জোন অধিনায়কগন, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ/এম.এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত