খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার বাগান উজার করে লাকড়ি হিসেবে বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন তামাকচুল্লি ও ইটভাটাতে। দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রোপনকৃত রাবার বাগান প্রকল্পে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন যাবৎ রাবার গাছ কেটে নিলেও এ বিষয়ে মুখ খুলছেনা কেহ। গাছ কাটার পর উন্নয়ন বোর্ডের রাবার বাগান প্রকল্পের জমিগুলো দখল করে নতুন করে বিভিন্ন ফলজ, ঝাড়ু ফুল ও সেগুন বাগান রোপণ করা হচ্ছে। প্রকাশ্যে বাগান উজারের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বুধবার ১৮ মে উপজেলার বোয়ালখালী ইউপি'র কড়ইতলী এলাকায় উন্নয়ন বোর্ডের রাবার বাগানে গিয়ে দেখা যায়, প্রায় ৮-১০ জন শ্রমিক রাবার গাছ কেটে বিভিন্ন জায়গায় স্তুপ করছে। স্তুপ করা এ গাছ বিভিন্ন তামাকচুল্লি ও ইটভাটায় জ্বালানী লাকড়ি হিসেবে বিক্রি হয় বলে জানিয়েছেন শ্রমিকরা। গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে অবগত নই বলেও জানিয়েছেন তাঁরা।
বিভিন্ন ভাবে জানা যায়, রাবার বাগান উজারের অন্যতম কারণ হলো রাবার বাগান প্রকল্পের জমি দখল করে বিভিন্ন ফলজ, ঝাড়ু ও সেগুনবাগান করা। এঘটনায় রাবার বাগান প্রকল্পের সংশ্লিষ্টদের সম্পৃক্ততাও রয়েছে বলে ধারণা অনেকের।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়ের সুপারিটেনডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, রাবার বাগান উজারের বিষয়টি আমি অবগত নই। আমি ছুটিতে এলাকার বাইরে আছি। তারপরও বিষয়টি সরেজমিনে গিয়ে কার্যকরী ব্যবস্থা নিতে ম্যানেজারকে বলা হবে।
পার্বত্যকন্ঠ/এম,এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত