সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকচাপায় ইঞ্জিনভ্যান চালক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা গরুহাট রোডে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহত ভ্যানচালক শেখ আবু তাহের (১৭) পাটকেলঘাটার চৌগাছা গ্রামের নাসির উদ্দীন শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা শেখ হাফিজুর রহমান বলেন, হেলপার ট্রাকটি চালাচ্ছিল। ইঞ্জিনভ্যানচালকে চাপা দিয়ে হেলপার গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। দ্রুত ইঞ্জিনভ্যান চালক যুবককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি তবে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত