আশাশুনিতে বৈদ্যুতিক বোর্ডের লুস কানেকশনের ফলে ঘরে আগুন লেগে ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত আজিজ খাঁ’র ছেলে নুর ইসলাম খাঁ’র বেড রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিন ঘুরে ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে বৈদ্যতিক বোর্ডের লুজ কানেকশন এর ফলে আগুন লেগে ঘরে থাকা খাট-পালঙ্গ,
টিভি ফ্রিজ ও আলমারিতে থাকা নূর ইসলামের সৌদি আরব যাওয়ার ভিসা সংক্রান্ত এজেন্সির জরুরী কাগজপত্র, নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকাসহ সর্বমোট ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
বাড়ির লোকজন ও প্রতিবেশিরা এসে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে ঘরে থাকা অধিকাংশ জিনিস পত্র পুড়ে ছই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত নুর ইসলাম জানান, বিদেশ যাওয়ার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা ও অন্যান্য সমিতি থেকে ৮৭ হাজার টাকা নিয়ে আলমারির ভিতরে রেখেছিলাম। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে ঘরে থাকা আসবাবপত্র ও জরুরী কাগজপত্র সহ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, এমতাবস্থায় বলতে গেলে তিনি একেবারে নিঃস্ব।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত